29th Kolkata International Film Festival: মুখ্যমন্ত্রীর ভাবনায় অরিজিৎ-এর থিম সং, KIFF-র সঞ্চালনায় বাদ পড়লেন পরম...

KIFF: ২৯তম KIFF রবীন্দ্র সদন চত্বরে ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর অবধি চলবে। উত্তম কুমারের ক্লাসিক সিনেমা ‘দেওয়া নেওয়া’ দিয়ে চলচিত্র উৎসবের শুভ সূচনা করা হবে। এই বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র ভাবনা ও পরিকল্পনায় টাইটেল সঙ্গ গেয়েছেন অরিজিৎ সিং।

Updated By: Nov 30, 2023, 01:22 PM IST
29th Kolkata International Film Festival: মুখ্যমন্ত্রীর ভাবনায় অরিজিৎ-এর থিম সং, KIFF-র সঞ্চালনায় বাদ পড়লেন পরম...

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: করোনার কারণে ২ বছর কলকাতা চলচিত্র উৎসব বন্ধ থাকার পর গত বছর থেকে আবার সগৌরবে শুরু হয়েছে কলকাতা চলচিত্র উৎসব (Kolkata International Film Festival)। ২৯তম KIFF রবীন্দ্র সদন চত্বরে ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর অবধি চলবে। গত বছর গুলির ন্য়ায় এবার সঞ্চালকের ভূমিকায় থাকছেন না পরমব্রত চট্টোপাধ্যায়। এইদিনের অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। উত্তম কুমারের ক্লাসিক সিনেমা ‘দেওয়া নেওয়া’ দিয়ে চলচিত্র উৎসবের শুভ সূচনা করা হবে।

প্রতিবছরই KIFF-এ থাকে একাধিক চমক। এত বড় চলচিত্র উৎসব আর কোথাও হয় না বলেই মনে করা হয়। এই ফিল্ম ফেসটিভালের উদ্বোধনে ১৫০০০-এরও বেশি মানুষ উপস্থিত থাকে, যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার মতো। তবে প্রতিবছরের থেকে এইবছরের অতিথিদের তালিকা একটু আলাদা। কিং খানের বদলে এইবছর দেখতে পাওয়া যাবে সলমান খানকে। পাশাপাশি উপস্থিত থাকবেন অনিল কাপুর, কমল হাসান, সোনাক্সি সিনহাও।

আরও পড়ুন: Parambrata-Piya: বিয়ের পরেই হাসপাতালে, এখন ভালো আছেন ‘পরমপিয়া’…

সেজে উঠেছে কলকাতা শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহ। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রাধা স্টুডিও, নজরুল তীর্থ, নবিনা সিনেমা, সাউথ সিটি, স্টার, প্রাচী সিনেমা, মিনার, বিজলি, অশোকা, অজন্তা সহ মোট ২৩ টি জায়গায় সিনেমা দেখানো হবে। ‘ঘুমুর’, ‘সাবাশ মিঠু’-র মতো বেশ কিছু স্পোর্টস ফিল্ম দেখানো হবে। ৫০ টি শর্ট এবং ডকুমেন্টারি সিনেমা দেখানো হবে। ২৯তম চলচিত্র উৎসবে অংশ নিচ্ছে মোট ৩৯ টি দেশ। ৩২ টি দেশের মোট ৬৩ টি সিনেমাও দেখতে পাওয়া যাবে এই চলচিত্র উৎসবে।

এই বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র ভাবনা ও পরিকল্পনায় টাইটেল সঙ্গ গেয়েছেন অরিজিৎ সিং। গানটির পাঞ্চ লাইন লিখেছেন মুখ্যমন্ত্রী এবং গানটি লিখেছেন সৃজাত। গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।  

আরও পড়ুন: Mosharraf Karim: বিশ্বকাপে ভারতের হার নিয়ে বাংলাদেশিদের মশকরা! এবার বিস্ফোরক মোশারফ করিম...

বুধবার প্রেস কনফারেন্সে ২৯তম কলকাতা আন্তর্কজাতিক চলচিত্র উৎসবের লোগো উদ্বোধন করলেন অরুপ বিশ্বাস। সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন, হরণাথ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ, মিমি চক্রবর্তী, জুন মালিয়া এবং আরও অনেকে। ৩ বছর পর আবার ডিসিপি প্রোজেক্টারে সিনেমা দেখানো হবে, যদিও স্ক্রিনিং হবে শুধুমাত্র রবীন্দ্র সদনে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.