''মা আমায় রক্ষা করুন, আমাকে ডাকবেন না'' মমতাকে অনুরোধ অমিতাভের
অমিতাভজীর এই অনুরোধে স্পষ্ট 'না' বলে দেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: 'জামাইবাবু এখানে আসুন'। এভাবেই অমিতাভ বচ্চনকে পোর্ডিয়ামে ডাকলেন জুন মালিয়া। জুনের কথায় মঞ্চে উঠে বাংলা ভাষাতেই কথা বলা শুরু করেন বাংলার জামাই অমিতাভ। তবে মঞ্চে উঠে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিগ বি-র অনুরোধ, ''প্রত্যেকবার আমায় এখানে ডাকতে না করি, তবুও মুখ্যমন্ত্রী মমতা দিদি শোনেন না। প্রত্যেকবার ওনাকে একথা ইংরাজিতে বলি, এবার বাংলাতেই বলছি, আশাকরি এবার দিদি বুঝবেন''। এরপরই মমতার উদ্দেশ্যে বিগ বি বলেন, ''মা আমায় রক্ষা করুন।'' যদিও অমিতাভজীর এই অনুরোধে স্পষ্ট 'না' বলে দেন মুখ্যমন্ত্রী। পরিস্কার জানান। বুঝিয়ে দেন যে তাঁকে প্রত্যেকবার এখানে আসতেই হবে।
এবছর বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি। তাই ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলা ফিল্ম ডিরেক্টরি প্রকাশ করেন প্রকাশ করেন অমিতাভ বচ্চন। এদিন অমিতাভ বচ্চনের বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথের প্রসঙ্গ। রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা' গানের কয়েক লাইন বলে বক্তব্য রাখেন অমিতাভ বচ্চন। বক্তব্য রাখার সময় সিনেমার পিছনে থাকা কলা-কুশলীদের স্মরণ করেন বিগ বি। বলেন, যাঁরা সিনেমা নির্মাণের পিছনে থাকেন, অথচ একটা সিনেমার নির্মাণে তাঁদের ভূমিকা তারকাদের থেকে কম কিছু নয়। অমিতাভ বচ্চনের বক্তব্যে উঠে আসে সত্যজিৎ রায়, বিমল রায়, ঋষিকেষ মুখোপাধ্যায়ের মত খ্যতমানা ব্যক্তিত্বের কথা, যাঁরা শুধু বাংলা নয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মহিরুহের মতো।
এদিন পুরনো চলচ্চিত্র সংরক্ষণের প্রসঙ্গও তুলে ধরেন অমিতাভ। পুরনো বাংলা ছবি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভোলেননি অমিতাভ বচ্চন।