একজন নয় মথুরায় ভোটপ্রার্থী তিন তিনজন হেমা

একসঙ্গে তিন তিনজন হেমা। বলিউডের `ড্রিম গার্ল` যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন সেই মথুরার ভোটাররা ইভিএমে ভোট দিতে গিয়ে তিন তিনজন হেমার নাম দেখবেন।

Updated By: Apr 8, 2014, 06:22 PM IST

একসঙ্গে তিন তিনজন হেমা। বলিউডের `ড্রিম গার্ল` যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন সেই মথুরার ভোটাররা ইভিএমে ভোট দিতে গিয়ে তিন তিনজন হেমার নাম দেখবেন।

মথুরা কেন্দ্রে আরএলডি প্রধান অজিত সিংয়ের ছেলে সাংসদ জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে বলিউডের `ড্রিম গার্ল` হেমা মালিনীকে। উত্তরপ্রদেশের বাকবিহারির শহরের এই কেন্দ্রে ২৫ জন প্রার্থী এবার লড়ছেন। তার মধ্যে তিনজনের নাম হেমা। দুজনের নাম আবার হেমা মালিনী। বিজেপির হয়ে লড়তে গিয়ে `বাসন্তি`বুঝতে পারছেন এবার লড়াইটা নামেরও। বলিউডের ড্রিম গার্ল ভোট চাইতে গিয়ে বলছেন, ভোট দিতে গিয়ে আমার নামের পাশাপাশি পদ্ম ফুলের দিকেও ভাল করে তাকিয়ে ভোট দিন।

যেহেতু ভোটিং মেশিনে প্রার্থীর কোনো ছবি থাকে না, তাই বিজেপির ড্রিমগার্লের ক্ষেত্রে ভোট দিতে গিয়ে ভোটাররা যাতে কোনোভাবে অন্য দুই হেমার নামের পাশে বোতাম না টেপে, তা নিশ্চিত করতে আপাতত প্রচারের ওপরই জোর দিতে চাইছে বিজেপি।

.