কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারের বিষয় উইমেন সাবটেন্স ইন সিনেমা

উইমেন সাবটেন্স ইন সিনেমা।  এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এটাই প্রধান আকর্ষনীয় বিষয়। উত্সব শুরু হচ্ছে  দশই নভেম্বর। শুরু হচ্ছে বিশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উতসব। এবারের চলচ্চিত্র উতসবে মহিলা পরিচালকদের সিনেমা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন। উপস্থিত থাকবেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, ইরফান খানসহ একঝাঁক বলিউড তারকা। বিশ্বের একশো সাঁইত্রিশটি ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উত্সবে। সাত দিন ধরে চলবে ফেস্টিভ্যাল। মোট বারোটি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি। একত্রিশটি ভারতীয় ছবি স্থান পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে। ইতালির পরিচালক ALACIA SARCO-র ছবি ITALO BAROCCO ছবিটি দিয়েই শুরু হবে এবারের চলচ্চিত্র উতসব।

Updated By: Nov 1, 2014, 08:02 PM IST
কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারের বিষয় উইমেন সাবটেন্স ইন সিনেমা

কলকাতা: উইমেন সাবটেন্স ইন সিনেমা।  এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এটাই প্রধান আকর্ষনীয় বিষয়। উত্সব শুরু হচ্ছে  দশই নভেম্বর।

শুরু হচ্ছে বিশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উতসব। এবারের চলচ্চিত্র উতসবে মহিলা পরিচালকদের সিনেমা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন। উপস্থিত থাকবেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, ইরফান খানসহ একঝাঁক বলিউডি তারকা। বিশ্বের একশো সাঁইত্রিশটি ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উত্সবে। সাত দিন ধরে চলবে ফেস্টিভ্যাল। মোট বারোটি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি। একত্রিশটি ভারতীয় ছবি স্থান পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে। ইতালির পরিচালক ALACIA SARCO-র ছবি ITALO BAROCCO ছবিটি দিয়েই শুরু হবে এবারের চলচ্চিত্র উতসব।

এবারের উৎসবে সত্যজিত রায় মেমোরিয়াল বক্তব্য রাখবেন গোবিন্দ নিহালনি।

কলকাতা চলচ্চিত্র উৎসবে সদ্য প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হবে। মহানায়িকা অভিনীত অগ্নিপরীক্ষা, উত্তর ফাল্গুনী, দেবদাস, আঁধি, হারানো সুর, মেঘ কালো ছবিগুলি দেখানো হবে এবারের উতসবে। নন্দনের বদলে এবার ক্লোজিং সেরমনি হবে রাজারহাটের নজরুল তীর্থে। ওই দিন হাজির থাকবেন রানি মুখার্জি, ফারহা খান। 

 

.