কেন্দ্রীয় সরকারের ৫০টি শূন্যপদে আবেদন করুন UPSC-র মাধ্যমে, জানুন বিস্তারিত

একাধিক মন্ত্রকে লোক নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। সম্প্রতি এমনই বিজ্ঞাপ্তি জারি করেছে UPSC। অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে।  আবেদন জমা দেওয়ার শেষ দিন ২ মে, ২০১৯। আবেদনকারীকে আইন (Law)বিষয় অথবা  জিওলোজিতে স্নাতকোত্তর পাশ করতে হবে। 

Updated By: Apr 14, 2019, 06:15 PM IST
কেন্দ্রীয় সরকারের ৫০টি শূন্যপদে আবেদন করুন  UPSC-র মাধ্যমে, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: একাধিক মন্ত্রকে লোক নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। সম্প্রতি এমনই বিজ্ঞাপ্তি জারি করেছে UPSC। অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে।  আবেদন জমা দেওয়ার শেষ দিন ২ মে, ২০১৯। আবেদনকারীকে আইন (Law)বিষয় অথবা  জিওলোজিতে স্নাতকোত্তর পাশ করতে হবে। 

চাকরি সংক্রান্ত বিস্তারিত: জল সম্পদ উন্নয়ন মন্ত্রক, নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্নবীকরণ প্রকল্পে কর্মী নিয়োগ হবে।

মোট শূন্যপদ ৫০টি
শূন্যপদের বিস্তারিত: 
অসংরক্ষিত: ২৫, OBC: ১২টি

SC: ৫টি

ST: ৩টি

EWS: ৫টি

শিক্ষাগত যোগ্যতা:  আবেদনকারীকে আইন (Law)বিষয় অথবা  জিওলোজিতে স্নাতকোত্তর পাশ করতে হবে। পদ অনুযায়ী যোগ্যতা জানতে ওয়েবসাইট দেখুন। 

বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ৩০ এর মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

কীভাবে আবেদন করবেন: upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন প্রার্থীরা। 

জরুরি তারিখ: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী ৩ মে-র মধ্যে। 

.