Indian Oil recruitment 2019: ইন্ডিয়ান ওয়েলে চাকরি, বেতন ১৭ লাখ পর্যন্ত
প্রার্থীরাদের IOCL অফিসে ফর্মের প্রিন্টআউট পাঠাতে হবে।
নিজস্ব প্রতিবেদন: ইঞ্জিনিয়র, অফিসার, রিসার্চ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অফিসারের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ওয়েল। চলছে আবেদন প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হল iocl.com। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ।
GATE-এর নম্বর অনুযায়ী প্রার্থী বাছাই হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়র/অফিসার: সিভিল, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল এবং মেকানিক্য়াল ইঞ্জিয়ারিং-এ গ্রাজুয়েট ডিগ্রি। রিসার্চ অফিসারের জন্য ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর হতে হবে। অ্যাসিস্ট্যান্ট অফিসারের পোস্টের জন্য কেমিষ্ট্রিতে স্নাতকোত্তর এবং দু-বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: স্নাতকস্তরের জন্য বয়সসীমা ২৬ বছর। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ২৮ বছর। পিজি কেমিস্ট্রির জন্য বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
কীভাবে আবেদন করবেন
স্টেপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইটটি হল iocl.com
স্টেপ ২: হোমপেজে ‘Careers’লিঙ্কের মধ্যে ‘latest job openings’ লিঙ্কে ক্লিক করুন:
স্টেপ ৩: ‘application for engineers/officer/research… through GATE 2019’লেখা লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৪: ‘apply online’ লেখা লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৫: ফর্ম পূরণ করে ‘save and next’ লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৬: প্রিভিউ করে দেখে নিন এবং ‘submit’ অপশনে ক্লিক করুন
প্রার্থীরাদের IOCL অফিসে ফর্মের প্রিন্টআউট পাঠাতে হবে।