CBSE 10th, 12th 2019: সিবিএসই-র খাতা পুনঃমূল্যায়নের আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে, জেনে নিন
যে সমস্ত পড়ুয়ারা নিজেদের পরীক্ষার নম্বর নিয়ে খুশি নন। তারা ফের তাদের খাতা রিভিউ করতে পারে।
নিজস্ব প্রতিবেদন: সিবিএসই-র খাতা পুনঃমূল্যায়নের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। চলবে আগামী ২৬ মে পর্যন্ত। যে সমস্ত পড়ুয়ারা নিজেদের পরীক্ষার নম্বর নিয়ে খুশি নন। তারা ফের তাদের খাতা রিভিউ করতে পারে।
শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে
জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি:
স্টেপ ১- cbse.nic.in ওয়েবসাইটে যান।
স্টেপ ২- লেটেস্ট নিউজের তলায় ‘re-evaluation’ লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৩- একটি নতুন পেজ খুলবে। সেই পাতায় ভেরিফিকেশনের ওপর ক্লিক করুন
স্টেপ ৪- আরও একটি নতুন পেজ খুলবে।
স্টেপ ৫- অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে লগইন করুন।
স্টেপ ৬- আবেদন করুন এবং টাকা জমা দিন।
স্টেপ ৭- স্টেটাস দেখে নিন
আরও পড়ুন: বিই কোর্স করিয়ে অফিয়ার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী
এই বছর বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পরই ছাত্রছাত্রীদের তরফে নম্বর সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আসে। এরপরই বোর্ডের তরফ থেকে নোটিস দিয়ে জানানো হয় যে তাঁরা বিষয়টি খতিয়ে দেখবে। সেই মতোই পুনঃমূল্যায়নের নোটিস জারি করে সিবিএসসি।
উল্লেখ্য, দশম এবম দ্বাদশ শ্রেণীর কম্পার্টমেন্টাল পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সিবিএসই। দশম শ্রেণীর কম্পার্টমেন্টাল পরীক্ষা হবে ২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে ২ জুলাই।