৯২টি শূন্যপদে নিয়োগ করবে এলাহাবাদ ব্যাঙ্ক, রইল আবেদনের বিস্তারিত
জুনিয়র ম্যানেজমেন্ট স্কেলওয়ানের ২৩৭০০-৪২০২০ টাকা। মিডল ম্যানেজমেন্ট স্কেল ওয়ানে ৩১৭০৫-৪৫৯৫০। সঙ্গে অন্যান্য ভাতা।
নিজস্ব প্রতিবেদন: এলাহাবাদ ব্যাঙ্কে ৯২ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতায় যে কোনও ভারতীয়রা যোগাযোগ করতে পারেন।
বেতনক্রম: জুনিয়র ম্যানেজমেন্ট স্কেলওয়ানের ২৩৭০০-৪২০২০ টাকা। মিডল ম্যানেজমেন্ট স্কেল ওয়ানে ৩১৭০৫-৪৫৯৫০। সঙ্গে অন্যান্য ভাতা।
আরও পড়ুন: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েকহাজার নিয়োগ, জেনে নিন বিস্তারিত
বয়সসীমা: সিকিউরিটি অফিসার, সিভিল ইঞ্জিনিয়ার ম্যানেজার ল, ম্যনেজার আইটি, ফিনানশিয়াল অ্যানালিস্টের বয়স হতে হবে ২০-৩৫ বছরের মধ্যে। ম্যানেজার (ইকুইটি/ মিউচুয়াল) পদের জন্য বয়স হতে হবে ২৪-৩৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ এপ্রিল ২০১৯-এর মধ্যে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ৬০০টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ) সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ১০০ টাকা। ই-রিসিট সংগ্রহ করে রাখুন।
আবেদনের পদ্ধতি: www.allahabadbank.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিস্তারিত জানুন অফিসিয়াল ওয়েবসাইট থেকেই।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। আবেদনের ফি দেওয়া যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। অনলাইন পরীক্ষার জন্য কললেটার ডাউনলোড করা যাবে জুন ২০১৯ থেকে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময় জুন ২০১৯।