অনিরুদ্ধ চক্রবর্তী
অনিরুদ্ধ চক্রবর্তী ''আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১-এ ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি!''
পার্থ প্রতিম চন্দ্র স্থান-রিও ডি জেনিরো থেকে কিছুটা দূরের একটা জায়গা তারিখ-৫ অগাস্ট। অলিম্পিকের উদ্বোধনের দিন
সৌরভ পাল
স্বরূপ দত্ত
ঝুমুর দাস
স্বরূপ দত্ত ওইটুকু ছেলে তুই, চলে গেলি অসময়ে যতবার দেখছি, প্রাণ কেঁপে উঠছে ভয়ে। তুই এখন শান্তিতে চোখ বুজে রয়েছিস মা, দিদিমার কষ্ট এখন উপর থেকে দেখছিস? কিচ্ছু জানতে চাই না, তোকে নিয়ে চারপাশে যা ঘটছে সত্যি বলতো আবেশ, তোর আত্মার এখন কী মনে হচ্ছে?
অনিরুদ্ধ চক্রবর্তী দূর থেকেই তিনি 'বাপ্পা'র কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। খুব কাছে গিয়েও শেষ বারের জন্য ছেলের মুখটা দেখেননি তিনি। কিন্তু কেনও? আক্ষেপ ছিল শেষদিন পর্যন্ত। তবে, উত্তর ছিল না কোনও। শুধুই একটা বক্তব্য, বাধ্য হয়েই ছেড়ে আসতে হয়েছিল স্বামী ও ছেলেকে।
সুদেষ্ণা পাল