অনিরুদ্ধ চক্রবর্তী
অনিরুদ্ধ চক্রবর্তী ''আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১-এ ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি!''
স্বরূপ দত্ত
ঝুমুর দাস বেশ কিছুদিন ধরেই বিষয়টা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রোজ কত নতুন নতুন বাংলা ছবি মুক্তি পাচ্ছে। বলা হচ্ছে বাংলা ছবি আগের থেকে অনেক উন্নতি করেছে। ভালো ব্যবসা করছে। আগের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ এখন সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখছেন। ছবির মান কতটা বেড়েছে বা কমেছে তা নিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য নেই। তবে একটা জিনিস বেশ চোখে পড়েছে। বেশ ভালোরকম পরিবর্তন এসেছে বাংলা ছবির গানে।
স্বরূপ দত্ত দৃষ্টিদান দিয়ে শুরু তোমার, কামনা করেছিলে তারপরেই। মর্যাদা পেতে দেরি হয়নি, তাই তো আমাদের সহযাত্রী হলে।। নষ্টনীড়ের ওরে যাত্রী, সঞ্জীবনী সুধা কী পেলে? বসু পরিবার মলিন হল বলো তো কার পাপে।।