জমি দখল ঘিরে দুপক্ষের ঝামেলায় মৃত্যু যুবক
জমি দখল ঘিরে দুপক্ষের ঝামেলায় মৃত্যু হল এক যুবকের। এক বৃদ্ধা সহ আহত হয়েছেন চার জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরা থানার সোনাপুরের চান্দাগছ গ্রামে। পুলিস সূত্রে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই মহম্মদ মজিরুদ্দিন হকের সঙ্গে গণ্ডগোল চলছে তমরুল হুদার। গতকাল ওই জমিতে চাষ করে বাড়ি ফেরার পর মজিরুদ্দিনের ওপর চড়াও হয় তমরুল হুদাসহ তিনজন। অভিযোগ, মারধরের পর কুড়ুল দিয়ে কোপালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মজিরুদ্দিন। পাড়ার লোক জড়ো হয়ে গেলে পালিয়ে যায় তিনজন। তাঁদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
![জমি দখল ঘিরে দুপক্ষের ঝামেলায় মৃত্যু যুবক জমি দখল ঘিরে দুপক্ষের ঝামেলায় মৃত্যু যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/30/69252-murder-30-10-16.jpg)
ওয়েব ডেস্ক: জমি দখল ঘিরে দুপক্ষের ঝামেলায় মৃত্যু হল এক যুবকের। এক বৃদ্ধা সহ আহত হয়েছেন চার জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরা থানার সোনাপুরের চান্দাগছ গ্রামে। পুলিস সূত্রে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই মহম্মদ মজিরুদ্দিন হকের সঙ্গে গণ্ডগোল চলছে তমরুল হুদার। গতকাল ওই জমিতে চাষ করে বাড়ি ফেরার পর মজিরুদ্দিনের ওপর চড়াও হয় তমরুল হুদাসহ তিনজন। অভিযোগ, মারধরের পর কুড়ুল দিয়ে কোপালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মজিরুদ্দিন। পাড়ার লোক জড়ো হয়ে গেলে পালিয়ে যায় তিনজন। তাঁদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
আরও পড়ুন কালীপুজো মানেই জুয়ার আসর, তাই জানতে পারলেই খবর দিন পুলিসে