কুয়াশার চাদরে বেপাত্তা শীত

কুয়াশায় গা ঢাকা দিয়েছে শীত। ধরা দিয়েও ফের বেপাত্তা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সপ্তাহ খানেক আগেই তাপমাত্রার পারদ নেমেছিল বেশকিছুটা।  আশা জাগিয়েছিল শীত।

Updated By: Nov 27, 2016, 09:17 AM IST
কুয়াশার চাদরে বেপাত্তা শীত

ওয়েব ডেস্ক: কুয়াশায় গা ঢাকা দিয়েছে শীত। ধরা দিয়েও ফের বেপাত্তা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সপ্তাহ খানেক আগেই তাপমাত্রার পারদ নেমেছিল বেশকিছুটা।  আশা জাগিয়েছিল শীত।

প্রতিবছরই নভেম্বরের শেষের থেকেই শীত জাঁকিয়ে আসে। তবে খামখেয়ালি আবহাওয়ার কারণে গত কয়েকবছরে বারবারই  পিছু হটেছে শীত। আগামী সপ্তাহেও তাপমাত্রার পারদ আঠারো-উনিশ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে শীত প্রেমী বাঙালির মুখ ভার। সবে মাত্র যখন ভাবা শুরু হয়েছিল যে এবার শীতটা বেশ ঠিক সময়েই পড়ছে, তখনই এই খামমখেয়ালী নাপসন্দ আমুদে বঙ্গ সন্তানদের।

আরও পড়ুন- সিঙ্গুরের জমিতে শুরু হল চাষ

.