দাঁতনের ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করল আইনজীবীদের প্রতিনিধিদল
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মেয়েকে নির্যাতনের জেরে মায়ের আত্মঘাতী হওয়ার ঘটনায় নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তরফে এক প্রতিনিধিদল। আট সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন কবি মন্দাক্রান্তা সেন এবং আইনজীবী ভারতী।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মেয়েকে নির্যাতনের জেরে মায়ের আত্মঘাতী হওয়ার ঘটনায় নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তরফে এক প্রতিনিধিদল। আট সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন কবি মন্দাক্রান্তা সেন এবং আইনজীবী ভারতী।
নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। গত বাইশে মার্চ অবৈধ সম্পর্কের অপবাদে গ্রামের এক তরুণীকে হেনস্থা করেন মাতব্বরেরা। গাছে বেঁধে মারধরের পাশাপাশি, তরুণীর মাথাও মুড়িয়ে দেওয়া হয়। অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করে পুলিস। কিন্তু, অল্প কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যায় তারা। তারপরেই সুবিচার না পেয়ে অভিমানে আত্মঘাতী হন তরুণীর মা।