রাজ্যে তিন কেন্দ্রের ফলাফল একনজরে

তিন রাজ্যে উপনির্বাচনে ফল ঘোষণা হল আজ। ইংরেজবাজারে প্রত্যাশিত ভাবেই জয় হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। রেজিনগর বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের হাতে। এই কেন্দ্রে জয়ী হয়েছেন রবিউল আলম চৌধুরী। হার হয়েছে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ণ প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। নলহাটি কেন্দ্রেতে দখল বামেরা। ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপদ চ্যাটার্জি জয় পেয়েছেন এই বিধানসভা কেন্দ্রে।

Updated By: Feb 28, 2013, 04:34 PM IST

তিন রাজ্যে উপনির্বাচনে ফল ঘোষণা হল আজ। ইংরেজবাজারে প্রত্যাশিত ভাবেই জয় হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। রেজিনগর বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের হাতে। এই কেন্দ্রে জয়ী হয়েছেন রবিউল আলম চৌধুরী। হার হয়েছে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ণ প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। নলহাটি কেন্দ্রেতে দখল বামেরা। ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপদ চ্যাটার্জি জয় পেয়েছেন এই বিধানসভা কেন্দ্রে।
বিধানসভা উপনির্বাচনের বিস্তারিত ফলাফলের তালিকা--
কেন্দ্র ইংরেজবাজার:

জয়ী-- কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী- তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৭০,৭৯১ (৩৯.৩৫%)
কৌশিক মিশ্র- সিপিআইএম প্রার্থী, মোট ভোট-৫০,৩৩৯ (২৭.৯%)
নরেন্দ্রনাথ তিওয়ারি- কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪৫,২৭১ (২৫.১৬%)
সঞ্জীব মিশ্র- বিজেপি প্রার্থী, মোট ভোট-৯,৪৪২ (৫.২৪%)
মোট ভোট- ১,৭৯,৯০২। পড়ুন বিস্তারিত
২০১২ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

কেন্দ্র রেজিনগর:
জয়ী-- রবিউল আলম চৌধুরী- কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৬৬,৮৭৬ (৩৯.০৮%)
সিরাজুল ইসলাম মণ্ডল- আরএসপি প্রার্থী, মোট ভোট-৫৫,১৫৪ (৩২.২৩%)
হুমায়ন কবীর- তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪০,৯১২ (২৩.০৯%)
অরবিন্দ বিশ্বাস- বিজেপি প্রার্থী, মোট ভোট-৩,৭২০ (২.১৭%)
মোট ভোট- ১,৭১,১১০ পড়ুন বিস্তারিত
২০১২ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের টিকিট জিতেছিলেন হুমায়ুন কবির

নলহাটি:
জয়ী-- দীপক চ্যাটার্জি- ফরওয়ার্ড ব্লক প্রার্থী, মোট ভোট-৫৫,৩৪১ (৩৩.০০%)
আব্দুর রহমন- কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪৭,৫৯৬ (২৮.৩৮%)
বিপ্লব ওঝা- তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪৭,০৪০ (২৮.০৫%)
অনিল সিং- বিজেপি প্রার্থী, মোট ভোট-১২,২১৯ (৭.০৮%)
মোট ভোট- ১,৯৫,৩১৯ পড়ুন বিস্তারিত
২০১২ বিধানসভায় এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন অভিজিত্‍ মুখোপাধ্যায।

.