কৃষক ঘরের অন্ধকারে আলোর খোঁজ! WBCS-এ প্রথম উত্তর চব্বিশ পরগনার নাজির হোসেন

এবছরের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নাজির হোসেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগে কর্মি। কর্মসূত্রে থাকেন মুর্শিদাবাদে। কৃষক পরিবারে জন্ম। অর্থাভাবের মধ্যে দিয়েই বড় হওয়া। পড়াশুনা চালিয়ে যেতে বিক্রি করেছেন জমি-জায়গা। ২০১১ সালেও তিনি WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তবে সি বিভাগে। পরের বছর পাশ করেন বি বিভাগে। কিন্তু চাকরিতে যোগদান করেন নি। আরও ভালো কিছু করার ইচ্ছাশক্তি তাঁকে তাড়া করে বেড়াত। তাই এবছর আবারও WBCS পরীক্ষায় বসেন। ভাল ফল করবেন, আশাবাদী ছিলেন। তবে প্রথম যে হবেন, সেটা ভাবতে পারেন নি নাজির হোসেন। প্রথাগত কোচিং ছাড়াই এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার। খুশি নাজিরের সহকর্মীরাও।

Updated By: Jun 20, 2015, 11:52 AM IST
কৃষক ঘরের অন্ধকারে আলোর খোঁজ! WBCS-এ প্রথম উত্তর চব্বিশ পরগনার নাজির হোসেন

ওয়েব ডেস্ক: এবছরের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নাজির হোসেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগে কর্মি। কর্মসূত্রে থাকেন মুর্শিদাবাদে। কৃষক পরিবারে জন্ম। অর্থাভাবের মধ্যে দিয়েই বড় হওয়া। পড়াশুনা চালিয়ে যেতে বিক্রি করেছেন জমি-জায়গা। ২০১১ সালেও তিনি WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তবে সি বিভাগে। পরের বছর পাশ করেন বি বিভাগে। কিন্তু চাকরিতে যোগদান করেন নি। আরও ভালো কিছু করার ইচ্ছাশক্তি তাঁকে তাড়া করে বেড়াত। তাই এবছর আবারও WBCS পরীক্ষায় বসেন। ভাল ফল করবেন, আশাবাদী ছিলেন। তবে প্রথম যে হবেন, সেটা ভাবতে পারেন নি নাজির হোসেন। প্রথাগত কোচিং ছাড়াই এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার। খুশি নাজিরের সহকর্মীরাও।

.