হলদিয়া পেট্রোকেমের মালিকানা সরকারের হাতেই
পূর্ণেন্দু চ্যাটার্জির আবেদন খারিজ করে আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় হলদিয়া পেট্রোকেমিক্যালসের একান্ন শতাংশ শেয়ার থাকবে রাজ্যের হাতে।
Updated By: Sep 30, 2011, 12:00 PM IST
হলদিয়া পেট্রোকেমিল্যাসের মালিকানা থাকবে রাজ্য সরকারের হাতে।
পূর্ণেন্দু চ্যাটার্জির আবেদন খারিজ করে আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়
হলদিয়া পেট্রোকেমিক্যালসের একান্ন শতাংশ শেয়ার থাকবে রাজ্যের হাতে।
হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেয়ার নিয়ে রাজ্য সরকারের সঙ্গে শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জির মতবিরোধ বাধে।
সংস্থার মালিকানা চেয়ে হাইকোর্টে আবেদন করেন পূর্ণেন্দু চ্যাটার্জি।
কিন্তু রাজ্য সরকারের পক্ষে রায় দেয় হাইকোর্ট।
এরপর সুপ্রিম কোর্টে আবেদেন করেন পূর্ণেন্দু বাবু।
শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রাখল।