'চুপ চাপ ব্যালটে ছাপ', ৯০ শতাংশ ভোট! প্রবল গরমে এতো ভোট কীভাবে! প্রশ্ন বিরোধীদের

দ্বিতীয় দফার নির্বাচনে সোমবার রাজ্যে ভোট পড়ল ৮৩.৭৩ শতাংশ। কয়েকটি কেন্দ্রে আবার ভোটের হার ছাড়িয়েছে ৯০ শতাংশ। প্রবল গরমে এতো ভোট! কীভাবে!  প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Updated By: Apr 13, 2016, 11:26 AM IST
'চুপ চাপ ব্যালটে ছাপ', ৯০ শতাংশ ভোট! প্রবল গরমে এতো ভোট কীভাবে! প্রশ্ন বিরোধীদের

ব্যুরো: দ্বিতীয় দফার নির্বাচনে সোমবার রাজ্যে ভোট পড়ল ৮৩.৭৩ শতাংশ। কয়েকটি কেন্দ্রে আবার ভোটের হার ছাড়িয়েছে ৯০ শতাংশ। প্রবল গরমে এতো ভোট! কীভাবে!  প্রশ্ন তুলছেন বিরোধীরা।

রাজ্যে প্রথম দফায় ভোটের দিন সন্ধেয় কমিশনের তরফে জানানো হয়েছিল ভোটদানের হার ৮০.২৯ শতাংশ। এর আটচল্লিশ ঘণ্টা পরে ভোটদানের চূড়ান্ত হার দাঁড়ায় ৮৪.২২ শতাংশ। আটচল্লিশ ঘণ্টা পর ভোটদানের হার এতটা বৃদ্ধির কারণ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ভোটে কারচুপি হয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা।  সোমবার, প্রথম দফার দ্বিতীয় দিনেও দেখা গেল বেশ কিছু কেন্দ্রে ভোটদানের হার নব্বই শতাংশ কিংবা তারও বেশি।

সোমবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানের মোট ৩১টি আসনে ভোট পড়েছে গড়ে ৮৩.৭৩ শতাংশ। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে উল্লেখযোগ্যভাবে ভোটদানের হার বেশি। কমিশন সূত্রে জানানো হয়েছে-

ভোটদানের হার
 
নারায়ণগড় ৯০.৬২ শতাংশ
পিংলা ৯০.৩৫ শতাংশ
গড়বেতা ৯০.৫৪ শতাংশ
কোতুলপুর ৯০.৫১ শতাংশ
ইন্দাস ৮৯.৯৪ শতাংশ
সবং ৮৮.৮১ শতাংশ
সোনামুখী ৮৮.৭৮ শতাংশ
বিষ্ণুপুর ৮৮.৫৭ শতাংশ
কেশপুর ৮৭.৯১ শতাংশ

এই কেন্দ্রগুলির কোথাও ৯০ শতাংশ ভোট, কোথাও আবার ৯০ ছুঁই ছুঁই। সোমবার প্রবল গরমের মধ্যেই ভোট দিয়েছেন ভোটাররা। কিছু কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে। গরম এবং বিক্ষিপ্ত অশান্তির মধ্যে এতো ভোট কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এত ভোট পড়ল কাদের বাক্সে? অঙ্কটা রীতিমতো ভাবাচ্ছে শাসক বিরোধী দুপক্ষকেই।

.