অবশেষে অচলাবস্থা কাটল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
অবশেষে অচলাবস্থা কাটল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অভ্যন্তরীণ কোটা ইস্যুতে আন্দোলনকারীদের দাবিদাওয়ার সামনে মাথা নোয়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকালই অবশ্য দাবি মানার কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। আজ তা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই ইতি আন্দোলনে।
ওয়েব ডেস্ক: অবশেষে অচলাবস্থা কাটল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অভ্যন্তরীণ কোটা ইস্যুতে আন্দোলনকারীদের দাবিদাওয়ার সামনে মাথা নোয়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকালই অবশ্য দাবি মানার কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। আজ তা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই ইতি আন্দোলনে।
গত শুক্রবার রাত থেকে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ চলার পর, তা আজ ভোরে অবশেষে তুলে নেওয়া হয়েছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক হচ্ছে পঠনপাঠনও। সিদ্ধান্ত হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠভবন ও শিক্ষাক্ষেত্রের ছাত্রদের ভর্তির ক্ষেত্রে পুরনো নিয়ম, অর্থাত্ অভ্যন্তরীণ কোটা ব্যবস্থা চালু থাকছে।