ছাত্রীর যৌন হেনস্থা: আভ্যন্তরিণ তদন্ত কমিটি গঠন বিশ্বভারতীর
শান্তিনিকেতন: বিশ্বভারতীতে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগের তদন্তে আভ্যন্তরিণ তদন্ত কমিটি গড়ল বিশ্ববিদ্যালয়। কমিটিতে রয়েছেন অধ্যাপক, আশ্রমিক এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। আজ ধৃত তিন ছাত্রের হোস্টেলে যান তদন্ত কমিটির সদস্যরা। পাশাপাশি তদন্ত করছে পুলিসও।
ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় শনিবার শেষ পর্যন্ত পুলিসে অভিযোগ দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই দিন চার জনের নামে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কর্তৃপক্ষের তরফে। অভিযুক্তদের মধ্যে তিন জন বিশ্বভারতীর ছাত্র ও একজন বহিরাগত।
অভিযোগ, গত আটই অগাস্ট শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় থেকে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে কলা ভবনের প্রথম বর্ষের ওই ছাত্রীকে যৌন হেনস্থা করে অভিযুক্ত চারজন। সিকিম থেকে আসা ওই ছাত্রীর আপত্তিকর ছবি তুলে শুরু হয় ব্ল্যাকমেল। যদিও গতকাল ওই ছাত্রী ও তার বাবাকে এফআইআর দায়ের করতে দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। বুঝিয়ে সুঝিয়ে তাঁদের পৌছে দেওয়া হয় বোলপুর স্টেশনে।