প্রণয়ী যুগলের ভ্যালেন্টাইনস ডে-তে ঠাঁই হল হাজতে
ইচ্ছে ছিল প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটাবেন দিঘায়। শ্বশুরবাড়িতে ধোঁকা দিতে ফেঁদেছিলেন অপহরণ নাটক। ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ভ্যালেন্টাইনস ডে-তে ঠাঁই হল হাজতে।
ওয়েব ডেস্ক: ইচ্ছে ছিল প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটাবেন দিঘায়। শ্বশুরবাড়িতে ধোঁকা দিতে ফেঁদেছিলেন অপহরণ নাটক। ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ভ্যালেন্টাইনস ডে-তে ঠাঁই হল হাজতে।
ফেসবুকে আলাপ। ৩ মাসেই গভীর প্রেম। প্রেমিকা বিবাহিত। তাতে কী। ইচ্ছে ছিল, ভ্যালেন্টাইনস ডে-র সময়টা দুজনে একসঙ্গে কাটাবেন। তাই দিঘা যাওয়ার প্ল্যান। কিন্তু শ্বশুরবাড়িতে কী বলবেন?
শনিবার কলেজের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেননি তরুণী। উদ্বিগ্ন শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তখনই তরুণীর স্বামীর মোবাইলে আসে হুমকি SMS। তাতে বলা হয়, ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে টাকা রেখে আসবেন। না হলে বাড়ির বউকে খুন করে দেব। হাসনাবাদ থানায় মিসিং ডায়েরি করে পরিবার। শুরু হয় তদন্ত।
আরও পড়ুন আবার একটা গ্রাম দত্তক নিচ্ছেন সচিন তেন্ডুলকর
দীঘায় তখন অন্য নাটক। পুলিস সূত্রে খবর, আচমকা অসুস্থ হয়ে পড়ে প্রেমিক সঞ্জীব মণ্ডল। দুজনেই ঘাবড়ে যায়। রবিবার রাতে শ্বশুরবাড়িতে ফোন আসে। বাড়ির বউয়ের গলা শুনে চমকে ওঠেন সকলে। তরুণী বলে, আমি খুব বিপদে পড়েছি। ধর্মতলায় আছি। আমাকে এখান থেকে নিয়ে যান। হাসনাবাদ থেকে খবর যায় নিউটাউনে তরুণীর বাপের বাড়িতে। রাতেই তাকে উদ্ধার করা হয়। নিয়ে আসা হয় হাসনাবাদে।
সোমবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় তরুণী। কিন্তু পুলিসের জেরার মুখে ফাঁস হয় অপহরণ নাটক। তরুণীর কাছ থেকে হদিশ মেলে প্রেমিক সঞ্জীব মণ্ডলের। তরুণী ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিস। মঙ্গলবার পেশ করা হয় বসিরহাট আদালতে। ধরা পড়েও অনড় দুজনেই।
পুলিস বলছে, নাটক ফেঁদে টাকা হাতানোর ছক কষেছিল তরুণী ও তার প্রেমিক। দুজনেরই ঠাঁই হয়েছে শ্রীঘরে। প্রণয়ী যুগলের ভ্যালেন্টাইনস ডে কাটল হাজতেই।
আরও পড়ুন দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল