শান্তিপুরে অশান্তি

ফের সংবাদ শিরোনামে শান্তিপুর। এবার শিক্ষকের বাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গতকাল রাত দুটো নাগাদ তোপখানা পাড়ায় ওই শিক্ষকের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দরজা ভেদ করে গুলি লাগে ঘরের ভেতরের প্লাস্টিকের চেয়ারে। দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর বয়েজের শিক্ষক দীপঙ্কর চ্যাটার্জি এলাকায় সিপিএম কর্মী হিসেবে পরিচিত। আজ শান্তিপুর পুরসভার সামনে জোটের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ।  সভায় যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের।  সেই সভা বানচালের উদ্দেশেই তাঁর বাড়িতে গুলি ছোড়া হয় বলে অভিযোগ দীপঙ্কর চ্যাটার্জির। অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Updated By: Sep 6, 2016, 02:12 PM IST

ওয়েব ডেস্ক: ফের সংবাদ শিরোনামে শান্তিপুর। এবার শিক্ষকের বাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গতকাল রাত দুটো নাগাদ তোপখানা পাড়ায় ওই শিক্ষকের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দরজা ভেদ করে গুলি লাগে ঘরের ভেতরের প্লাস্টিকের চেয়ারে। দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর বয়েজের শিক্ষক দীপঙ্কর চ্যাটার্জি এলাকায় সিপিএম কর্মী হিসেবে পরিচিত। আজ শান্তিপুর পুরসভার সামনে জোটের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ।  সভায় যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের।  সেই সভা বানচালের উদ্দেশেই তাঁর বাড়িতে গুলি ছোড়া হয় বলে অভিযোগ দীপঙ্কর চ্যাটার্জির। অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- ম্যানেজারকে গলা কেটে খুনের ঘটনায় গ্রেফতার চা বাগানেরই দুই শ্রমিক

.