লিলুয়াতেও টাকা না পেয়ে বিক্ষোভে পথ অবরোধ জনতার

লিলুয়াতেও টাকা না পেয়ে বিক্ষোভে পথ অবরোধ জনতার। অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টাকা পাননি। এর পরেই লিলুয়া মোড়ে জিটিরোড অবরোধ করেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা।

Updated By: Nov 12, 2016, 11:07 PM IST

ওয়েব ডেস্ক: লিলুয়াতেও টাকা না পেয়ে বিক্ষোভে পথ অবরোধ জনতার। অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টাকা পাননি। এর পরেই লিলুয়া মোড়ে জিটিরোড অবরোধ করেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা।

টাকা না পেয়ে ব্যাঙ্কের শাটার নামিয়ে ভাঙচুর চলল চুঁচুড়ার খাদিনা মোড়ে। অভিযোগ সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার পরেও টাকা পাননি বহু গ্রাহক। বেলা চারটে নাগাদই ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়। এর পরেই ক্ষুব্ধ জনতা ব্যাঙ্কের শাটার নামিয়ে দেন। তাদের দাবি, টাকা না পেলে ব্যাঙ্ক কর্মীদের ছাড়া হবে না। পরিস্থিতি সামাল দেয়  চুঁচুড়া থানার পুলিস।

আরও পড়ুন- নোট বদলেও জালিয়াতির ছায়া দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ

আসানসোলের নিয়ামতপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিকেল চারটেয় বন্ধ হয়ে যায়। বন্ধ করার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কুপনের ব্যবস্থা করে। সেই কুপন নিতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ধাদকা স্টেট ব্যাঙ্কে অত্যধিক ভিড় হয়ে যায়। সন্ধে ছটা নাগাদ ব্যাঙ্ক করতে গেলে গণ্ডগোলের সূত্রপাত। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- নুনের গুজব স্পর্শ করতে পারল না আমাদের রাজ্যকে

.