ভাঙড়ে গ্রেফতার কাইজার ঘনিষ্ঠ নেতা, শান্তিপুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা

শান্তিপুরে যুবকের ওপর গুলি চালানোর ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিস।  গত তেসরা নভেম্বর  সুমন কয়াল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। শান্তিপুর থানায় তিনি অভিযোগ করেন, শান্তিপুর কলেজের জিএস মনোজ সরকার তাঁকে গুলি করেছেন। এরপরই মনোজ সরকারকে গ্রেফতার করেছে পুলিস।  আজ তাঁকে রাণাঘাট আদালতে তোলা হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মনোজ  সরকার। এর আগেও তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

Updated By: Nov 6, 2014, 06:04 PM IST

ওয়েব ডেস্ক: শান্তিপুরে যুবকের ওপর গুলি চালানোর ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিস।  গত তেসরা নভেম্বর  সুমন কয়াল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। শান্তিপুর থানায় তিনি অভিযোগ করেন, শান্তিপুর কলেজের জিএস মনোজ সরকার তাঁকে গুলি করেছেন। এরপরই মনোজ সরকারকে গ্রেফতার করেছে পুলিস।  আজ তাঁকে রাণাঘাট আদালতে তোলা হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মনোজ  সরকার। এর আগেও তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

এদিকে, ভাঙড়ের তৃণমূলনেতা কাইজার আহমেদের ঘনিষ্ঠ চারজনকে গ্রেফতার করল পুলিস। স্থানীয় বাগানাইট এলাকায় একটি দোকানে বোমা রাখার অভিযোগে কাল রাতে তাদের গ্রেফতার করে পুলিস। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য কাইজার আহমেদ। এলাকার আরেক তৃণমূলনেতা আরাবুল ইসলামের বিরোধী বলেই তিনি পরিচিত। ধৃতদের মধ্যে কুতুবউদ্দিন মোল্লা ওরফে নান্টু কাইজারের গাড়ির চালক। ধৃত বাকি তিনজনও তাঁর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

.