কান কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও ২
মুর্শিদাবাদের জলঙ্গির পঞ্চায়েত অফিসারের কান কেটে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। গতকাল রাতেই জলঙ্গি থেকে রাজ্জাক শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিস। আজ সকালে সালাম নামে আরও একজন গ্রেফতার হয়েছে। গতকাল ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনের নামে এফআইআর দায়ের হয়।
মুর্শিদাবাদের জলঙ্গির পঞ্চায়েত অফিসারের কান কেটে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। গতকাল রাতেই জলঙ্গি থেকে রাজ্জাক শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিস। আজ সকালে সালাম নামে আরও একজন গ্রেফতার হয়েছে। গতকাল ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনের নামে এফআইআর দায়ের হয়। অন্যদিকে, বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসাধীন আক্রান্ত হজরত ওমরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা।
গত ২১ ফেব্রুয়ারি ঘর্মঘটের দিন সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অফিসে হাজির হননি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট হজরত ওমর। পরদিন সকালে যখন তিনি কাজে যোগ দেন, সে সময় তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনার প্রতিবাদে বেণীপুরের পঞ্চায়েত কর্মীরা জলঙ্গির বিডিও অফিসে বিক্ষোভ দেখান।