রীতি মেনে মকর সংক্রান্তিতে টুসু পরবে মাতল বাঁকুড়াবাসী

চিরাচরিত রীতি মেনে, মকর সংক্রান্তির দিন টুসু ভাসান উত্‍সবে মাতল বাঁকুড়াবাসী। গতকাল রাতভর টুসু আরাধনার পর, আজ সকালে টুসুর চৌদল নিয়ে শোভাযাত্রা করে, স্থানীয় নদী ও পুকুরে টুসু বিসর্জন দেওয়া হয়।

Updated By: Jan 14, 2017, 11:33 AM IST
রীতি মেনে মকর সংক্রান্তিতে টুসু পরবে মাতল বাঁকুড়াবাসী

ওয়েব ডেস্ক : চিরাচরিত রীতি মেনে, মকর সংক্রান্তির দিন টুসু ভাসান উত্‍সবে মাতল বাঁকুড়াবাসী। গতকাল রাতভর টুসু আরাধনার পর, আজ সকালে টুসুর চৌদল নিয়ে শোভাযাত্রা করে, স্থানীয় নদী ও পুকুরে টুসু বিসর্জন দেওয়া হয়।

বিষ্ণুপুর শহরের যমুনা বাঁধ, পোকা বাঁধ, কংসাবতী নদীর তীরে, সিমলাপাল ব্লকের পড়কুল, রাণীবাঁধের পরেশনাথ এলাকায় টুসু ঘিরে উন্মাদনা চোখে পড়ে। অসংখ্য মানুষ টুসু গান করতে করতে, টুসুর চৌদল নিয়ে হাজির হন। পরে চৌদল ভাসিয়ে মকর স্নান সেরে, উত্‍সবে মেতে ওঠেন সকলে। টুসু বিসর্জনকে কেন্দ্র করে, কংসাবতী নদীর তীরে পড়কুল ও পরেশনাথে মেলাও বসে।

আরও পড়ুন, কনকনে ঠান্ডার পরোয়া না করেই জেলায় জেলায় মকর স্নান 

.