টুসুতে মাতল পুরুলিয়া

মকরসংক্রান্তিতে টুসু উত্‍সবে মাতল পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। শনিবার থেকেই শুরু হয়েছে উত্‍সব। বছরভর যেন এই দিনটারই প্রতীক্ষায় থাকে সবাই। আজ, রবিবার টুসু বিসর্জন।  

Updated By: Jan 15, 2012, 10:51 AM IST

মকরসংক্রান্তিতে টুসু উত্‍সবে মাতল পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। শনিবার থেকেই শুরু হয়েছে উত্‍সব।
বছরভর যেন এই দিনটারই প্রতীক্ষায় থাকে সবাই। আজ, রবিবার টুসু বিসর্জন।  
শস্যের দেবী টুসু। এই দেবীকে ঘিরেই উত্সবে মাতে রাঢ় বঙ্গ। আদিবাসী জনগোষ্ঠীর প্রধান উত্সব টুসু পালিত হয় আদিবাসী অধ্যুষিত প্রতিটি গ্রামেই। এবারও প্রত্যন্ত গ্রামগুলি থেকে পুরুলিয়া শহরের দোকানে দোকানে ভিড় করেছেন ক্রেতা গোটা পৌষ মাস ধরে যে টুসুর আবাহন, রবিবার তার বিসর্জন হবে। তার আগে শনিবার টুসুর গানে রাত জেগেছে গোটা পুরুলিয়া।

.