বামেদের মিশন নর্থবেঙ্গলে উদ্বেগে তৃণমূল

Updated By: Nov 29, 2015, 10:11 AM IST
বামেদের মিশন নর্থবেঙ্গলে উদ্বেগে তৃণমূল

ওয়েব ডেস্ক: পরপর চা বাগানে তালা। প্রায় প্রতিদিনই অনাহারের বলি হচ্ছেন শ্রমিকেরা। ভোটের মুখে সরকারের বিরুদ্ধে সুর চড়াতে এবার বন্ধ বাগানই বামেদের টার্গেট। আর সূর্যকান্তের সেই মিশন নর্থবেঙ্গলের মোকাবিলায় আগাম আসরে তৃণমূল। হাতে কাজ নেই। পেটে ভাত নেই। চা বাগানে বেড়েই চলেছে মৃত্যুমিছিল। বাগরাকোট চা বাগানে ৯ মাসে ২৭ জনের মৃত্যু। হান্টাপাড়া বাগানে এখনও পর্যন্ত ১৩ শ্রমিকের মৃত্যু। অভাবে ধুঁকছেন আরও বহু শ্রমিক। বাম নজরে বন্ধ বাগান।

শিলিগুড়িতে ফিরেছে লালঝান্ডার দাপট। বিধানসভা ভোটে এবার লক্ষ্য গোটা উত্তর বাংলা।। আর লক্ষ্যপূরণে সিপিএমের টার্গেট বেহাল চা বাগান। দক্ষিণের মতো উত্তরবঙ্গেও জাঠা করে বন্ধ বাগান ইস্যুকে লাইমলাইটে আনতে চায় বাম ব্রিগেড।
বন্ধ বাগানই পাখির চোখ। উত্তরের সাত জেলায় দলের স্ট্র্যাটেজি ঠিক করতে এবার আসরে সূর্যকান্ত। সূর্যর সফরসূচি, রবিবার বাগডোগরায় বামপন্থী চা শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক।

বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের জনসভা তিনিই প্রধান বক্তা। দলীয় বৈঠকেও থাকবেন তিনি। সোমবার কোচবিহার ও উত্তর দিনাজপুরে দুটি জনসভায় থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক। বাঘাযতীন পার্কে জনসভার প্রস্তুতি শেষ।  আচমকাই সবুজরক্ষার ধুয়ো তুলে অ্যান্টি ক্যাম্পেনে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পাল্টা তোপ বামেদের।

তবে কি বামেদের মিশন নর্থবেঙ্গলে উদ্বেগে তৃণমূল? উঠছে প্রশ্ন। 

.