কন্যাশ্রীর আওতায় তীরন্দাজি শিখছে আদিবাসীরা
Updated By: Feb 19, 2016, 07:15 PM IST
ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করতে বাংলার মানুষের জন্য নানারকম প্রকল্প চালু করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এমনই একটি সফল প্রকল্পের নাম কন্যাশ্রী। তবে শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও। এবার কন্যাশ্রীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট করারও উদ্যোগ নিচ্ছে রাজ্য । সরকারের এই উদ্যোগকে সফল করতে এক্ষেত্রে পথ দেখাচ্ছে বাঁকুড়ার একটি স্কুল। ১৫ জন আদিবাসী কিশোরীকে নিয়ে শুরু হয়েছে পথ চলা। কন্যাশ্রী'র আওতায় এই ১৫ জন কিশোরী শিখছে তীরন্দাজি । ভবিষ্যতে হয়ত এদের দেখা যাবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিটে।