রেল অবরোধকে ঘিরে বিক্ষোভ আরামবাগে

প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এলাকায় নিকাশি ও গার্ড ওয়ালের কোনও ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ সকালে ডাউন গোঘাট -হাওড়া  লোকাল ট্রেন অবরোধ করেন এলাকাবাসী।

Updated By: Jun 15, 2016, 02:18 PM IST

ওয়েব ডেস্ক : প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এলাকায় নিকাশি ও গার্ড ওয়ালের কোনও ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ সকালে ডাউন গোঘাট -হাওড়া  লোকাল ট্রেন অবরোধ করেন এলাকাবাসী।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের দৌলতপুরের শিবতলার। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিস। পৌঁছান রেলের আধিকারিকরাও। রেল আধিকারিক ও পুলিসকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। কিছুদিনের মধ্যেই প্রতিশ্রুতি পালনের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সাড়ে নটা নাগাদ অবরোধ ওঠে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

.