আরামবাগে কালভার্টের নীচে উদ্ধার লক্ষাধিক টাকার ছেঁড়া নোট
প্লাস্টিকের প্যাকেটে মোড়া লক্ষাধিক টাকার বাতিল ৫০০ এবং ১০০০ টাকার নোট উদ্ধার হল। সবগুলো নোটই ছেঁড়া। আরামবাগের তিরোল অঞ্চলের ডোঙা বাথান গ্রামের ঘটনা। ওই গ্রামের একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় এই বাতিল নোটের বান্ডিল।
ওয়েব ডেস্ক : প্লাস্টিকের প্যাকেটে মোড়া লক্ষাধিক টাকার বাতিল ৫০০ এবং ১০০০ টাকার নোট উদ্ধার হল। সবগুলো নোটই ছেঁড়া। আরামবাগের তিরোল অঞ্চলের ডোঙা বাথান গ্রামের ঘটনা। ওই গ্রামের একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় এই বাতিল নোটের বান্ডিল।
সকালে মাছ ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দারাই প্লাস্টিক ভর্তি ছেঁড়া নোটের প্যাকেটটি দেখতে পান। এরপরই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেই ছেঁড়া নোট ভর্তি প্লাস্টিকের প্যাকেটটি উদ্ধার করে পুলিস।
আরও পড়ুন, নতুন নোট নিয়ে কালোবাজারি করছে থানাগুলি, চাঞ্চল্যকর অভিযোগ
জানেন? ৯১.৫ লাখ টাকা উদ্ধার মন্ত্রীর গাড়ির ভেতর থেকে!
আরও দেখুন, ৫০০ কোটির বিয়ের তাক লাগানো সব ছবি