উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আজ বৈঠকে প্রদেশ কংগ্রেস

তমলুক ও কোচবিহার লোকসভা উপনির্বাচনে কি আলাদা লড়বে কংগ্রেস? নাকি এবারও বামেদের সঙ্গে আসন সমঝোতায় যাবে তারা? উত্তর মিলবে আজই। জেলাস্তরের গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতাদের নিয়ে আজই বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Updated By: Oct 24, 2016, 10:36 AM IST
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আজ বৈঠকে প্রদেশ কংগ্রেস

ওয়েব ডেস্ক: তমলুক ও কোচবিহার লোকসভা উপনির্বাচনে কি আলাদা লড়বে কংগ্রেস? নাকি এবারও বামেদের সঙ্গে আসন সমঝোতায় যাবে তারা? উত্তর মিলবে আজই। জেলাস্তরের গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতাদের নিয়ে আজই বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুন- তৃণমূল ছেড়ে কংগ্রেস ফিরছেন হুমায়ুন কবীর

উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েই বৈঠকে মূলত আলোচনা। দলের ভাঙন রুখতে করণীয় কী, তা নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যেই মানস ভুঁইঞা সহ একাধিক কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। অধীরের খাসতালুক মুর্শিদাবাদেই সবকটি পুরসভা এবং জেলা পরিষদ হাতছাড়া হয়েছে। অন্য জেলাগুলিতেও একই ছবি। এই পরিস্থিতিতে কী করা যায় তা নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলবেন অধীর চৌধুরী।

আরও পড়ুন- ক্ষিপ্ত বাসিন্দাদের রোষে গণপিটুনিতে হত কুখ্যাত সমাজবিরোধী

.