উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার হামাধামা এলাকায়। অভিযোগ, বকেয়া টাকা দেওয়ার নাম করে বৃহস্পতিবার সকালে পেশায় ঠিকা শ্রমিক ইয়াসউদ্দিনকে ডেকে পাঠান স্থানীয় ইট ভাটার মালিক তথা কংগ্রেস কর্মী বাকবুল। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বিকেলে বাকবুলকে ফোন করে ইয়াসউদ্দিনের পরিবার। তাঁদের দাবি, ফোনে বাকবুল তাঁদের বলে, ইটভাটায় অন্য এক শ্রমিকের সঙ্গে ইয়াসউদ্দিনের ঝামেলা হয়। তাতে মাথায় চোট পান তিনি। ইয়াসউদ্দিনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর আশেপাশের কয়েকটি হাসপাতাল ও  নার্সিংহোমে খোঁজ করেও ইয়াসউদ্দিনের সন্ধান না মেলায় দেগঙ্গাথানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সন্ধেবেলায় পুলিস বারাসাত স্টেট জেনারেল হাসপাতালের মর্গ থেকে গিয়াসউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে রাতে টাকি রোড অবরোধ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে গিয়েসউদ্দিনকে। মূল অভিযুক্ত ইটভাটার মালিক বাকবুল পলাতক।

Updated By: Jun 5, 2015, 04:24 PM IST
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

ওয়েব ডেস্ক: এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার হামাধামা এলাকায়। অভিযোগ, বকেয়া টাকা দেওয়ার নাম করে বৃহস্পতিবার সকালে পেশায় ঠিকা শ্রমিক ইয়াসউদ্দিনকে ডেকে পাঠান স্থানীয় ইট ভাটার মালিক তথা কংগ্রেস কর্মী বাকবুল। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বিকেলে বাকবুলকে ফোন করে ইয়াসউদ্দিনের পরিবার। তাঁদের দাবি, ফোনে বাকবুল তাঁদের বলে, ইটভাটায় অন্য এক শ্রমিকের সঙ্গে ইয়াসউদ্দিনের ঝামেলা হয়। তাতে মাথায় চোট পান তিনি। ইয়াসউদ্দিনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর আশেপাশের কয়েকটি হাসপাতাল ও  নার্সিংহোমে খোঁজ করেও ইয়াসউদ্দিনের সন্ধান না মেলায় দেগঙ্গাথানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সন্ধেবেলায় পুলিস বারাসাত স্টেট জেনারেল হাসপাতালের মর্গ থেকে গিয়াসউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে রাতে টাকি রোড অবরোধ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে গিয়েসউদ্দিনকে। মূল অভিযুক্ত ইটভাটার মালিক বাকবুল পলাতক।

.