রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে তৃণমূল

এবার সম্মুখ সমরে তৃণমূল বনাম বিজেপি। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য ভালভাবে নেবে না তারা। বুঝিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। বিজেপি সভাপতিও অনড় নিজের অবস্থানেই।

Updated By: Dec 11, 2016, 08:47 PM IST
রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে তৃণমূল

ওয়েব ডেস্ক: এবার সম্মুখ সমরে তৃণমূল বনাম বিজেপি। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য ভালভাবে নেবে না তারা। বুঝিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। বিজেপি সভাপতিও অনড় নিজের অবস্থানেই।

আরও পড়ুন এবার পবন রুইয়াকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাসি চালাতে চায় CID

তৃণমূলের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবছে রাজ্যের শাসক দল। যদিও বিতর্ক যাকে ঘিরে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন।  যে মন্তব্য ঘিরে বিতর্ক, ফের একবার সেই মন্তব্য করতেও আপত্তি নেই বিজেপি রাজ্য সভাপতির।

সুতরাং সোজাসুজি সংঘাত। নোট বাতিলের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। চোদ্দ থেকে ষোলোই ডিসেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ। পাল্টা পথে নামছে বিজেপিও। একুশে ডিসেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে তারা। দুপক্ষের কাছেই নিজেদের গরিব দরদি প্রমাণ করার তাগিদ রয়েছে। বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এবার রাজ্যেও বিজেপিকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যের পরেই পাল্টা সাংবাদিক বৈঠক তাই প্রমাণ করে। মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন ট্যাঁকশাল থেকে পাটনা যাওয়ার পথে উল্টে গেল টাকা বোঝাই কন্টেনার

.