কামদুনিতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ তৃণমূল প্রার্থীর

এ বার কামদুনিতে মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই তাঁর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুললেন। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসেরই এক প্রার্থী বললেন, মুখ্যমন্ত্রীর উচিত কামদুনি নিয়ে যে মন্তব্য করেছেন তা প্রত্যাহার করা।

Updated By: Jun 23, 2013, 09:36 AM IST

এ বার কামদুনিতে মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই তাঁর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুললেন। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসেরই এক প্রার্থী বললেন, মুখ্যমন্ত্রীর উচিত কামদুনি নিয়ে যে মন্তব্য করেছেন তা প্রত্যাহার করা।
কামদুনিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ছিল, পনেরো দিনের মধ্যে নারকীয় ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। কিন্তু, দিনের শেষে তাও হয়নি। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে কামদুনি।    
প্রসঙ্গত, ধর্ষণের ঘটনার দশ দিন পর কামদুনিতে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবি জানাতে থাকেন গ্রামবাসীরা। টুম্পা কাল নামের এক মহিলা প্রতিবাদকারীকে চিৎকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "চুপ করুন, আপনি বেশি কথা বলবেন না।" পাল্টা জবাব দেন মহিলাও, ``চিৎকার করলেই সব সমাধান হয় না।" বললেন কামদুনির মহিলা। তাতে বেশ চটে যান মুখ্যমন্ত্রী।"যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা সিপিএম।"   

.