নদিয়ার চাকদার বিষ্ণুপুরে খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী

সালিশি সভা থেকে ফেরার পথে খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। গতকাল, নদিয়ার চাকদার বিষ্ণুপুরে ঘটনাটি ঘটেছে। খুনের জন্য সিপিআইএম-কে দায়ী করার পাশাপাশি পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে তৃণমূল।

Updated By: Nov 8, 2011, 09:12 AM IST

সালিশি সভা থেকে ফেরার পথে খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। গতকাল, নদিয়ার চাকদার বিষ্ণুপুরে ঘটনাটি ঘটেছে। খুনের জন্য সিপিআইএম-কে দায়ী করার পাশাপাশি পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে তৃণমূল। ঘটনার প্রকৃত তদন্তের দাবি করে অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। গতকাল সন্ধেয় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে সালিশি সভা সেরে নিজের দোকানে ফিরছিলেন তৃণমূল কর্মী দেবব্রত ভদ্র। বাড়ির অদূরে খুব কাছ থেকে তাঁর বুকে গুলি করে দুষ্কৃতীরা। চাকদা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে যান যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও চাকদার তৃণমূল বিধায়ক নরেশ চাকী। বিষ্ণুপুরের জগন্নাথপুরের বাসিন্দা গ্যাসের সাব-ডিলার দেবব্রত ভদ্রকে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের। খুনের ঘটনায় চাকদা থানার আইসি-র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তৃণমূল বিধায়ক। খুনের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম।

.