রায়দিঘিতে কুপিয়ে খুন চার তৃণমূল নেতা- কর্মীকে
রায়দিঘির খাঁড়ি গ্রামে খুন হলেন চার তৃণমূল নেতা-কর্মী। বোমার আঘাতে আহত তিনজন ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। নিহতদের নাম হাসান গাজি, হাফিজুল গাজি, আতিয়ার মোল্লা ও ছোপু মোল্লা।
রায়দিঘির খাঁড়ি গ্রামে খুন হলেন চার তৃণমূল নেতা-কর্মী। বোমার আঘাতে আহত তিনজন ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। নিহতদের নাম হাসান গাজি, হাফিজুল গাজি, আতিয়ার মোল্লা ও ছোপু মোল্লা।
গতকাল রাত সোয়া দশটা নাগাদ জমি সংক্রান্ত শালিসি সভা সেরে কাশীনগর থেকে অটোয় বাড়ি ফিরছিলেন আট জন। পথে চড়াও হয় একদল দুষ্কৃতী। অটো থেকে নামিয়ে তাঁদের ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। তারপরে বোমাবাজি করে পালায় দুষ্কৃতীরা।
ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। বোমার আঘাতে আহত হন তিনজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে রায়দিঘি হাসপাতাল, পরে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ, একসঙ্গে হামলা চালিয়েছে কংগ্রেস ও সিপিআইএম। অভিযোগ অস্বীকার করে সিপিআইএমের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। পরিবার জানিয়েছে, কিছুদিন হল কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন নিহতেরা। হামলার পিছনে কংগ্রেস রয়েছে বলে অভিযোগ পরিবারের।