পঞ্চায়েত সমিতির ক্ষমতা হারিয়ে তৃণমূলের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল হরিণঘাটায়

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত সমিতি চলে যায় সিপিআইএমের হাতে। আর তারপর থেকেই নদিয়ার হরিণঘাটায় বন্ধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ। ক্ষমতা হারিয়ে রাস্তা তৈরির কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে। তবে এই অভিযোগখারিজ করে দিয়েছেন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ।হরিণঘাটার ঝিকড়া থেকে দয়লা পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ বন্ধ দীর্ঘদিন।

Updated By: Mar 1, 2014, 11:12 PM IST

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত সমিতি চলে যায় সিপিআইএমের হাতে। আর তারপর থেকেই নদিয়ার হরিণঘাটায় বন্ধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ। ক্ষমতা হারিয়ে রাস্তা তৈরির কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে। তবে এই অভিযোগখারিজ করে দিয়েছেন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ।হরিণঘাটার ঝিকড়া থেকে দয়লা পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ বন্ধ দীর্ঘদিন।

দুহাজার দশ সালে শুরু হয়েছিল এই রাস্তারকাজ। সেই সময় হরিণঘাটা পঞ্চায়েত সমিতি দখলে ছিল তৃণমূলের। পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারিয়ে হরিণঘাটা পঞ্চায়েত সমিতি দখল করে সিপিআইএম। অভিযোগ,এরপর থেকেই বন্ধ হয়ে যায় ওই রাস্তার কাজ। কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় আরও বেহাল দশা ওই রাস্তার। বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ উঠেছে,ওই রাস্তার নির্মাণ সামগ্রীও মাঝেমধ্যে চুরি হয়ে যাচ্ছে। তবে এসব অভিযোগ অপপ্রচার বলেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্ম্যধক্ষ ।

রাজনীতির টানাটানিতেই কি আটকে রয়েছে রাস্তা নির্মাণের কাজ? প্রশ্ন এলাকার বাসিন্দাদের। একইসঙ্গে কাজ শেষ না হওয়ায় বাড়ছে ক্ষোভ।

.