তৃণমূলের বিজয় উৎসবে শব্দবাজির প্রতিবাদ করায় প্রাণ হারালেন সিপিআইএম সমর্থক
ব্যুরো: তৃণমূলের বিজয় উত্সবে শব্দবাজির প্রতিবাদ করার মাসুল দিতে হল প্রাণ দিয়ে। উত্তর দিনাজপুরের চোপড়ায় মৃত ওই প্রতিবাদী সিপিআইএম সমর্থক বলে দাবি উঠেছে । জেলা পরিষদের দখল নেওয়ার পর তৃণমূল আজ ওই বিজয় উতসব করে । উত্তর দিনাজপুর জেলা পরিষদ দখলের পর সোমবার সদ্য তৃণমূলে যোগ দেওয়া আলেমা নূরীকে সভাধিপতি করে নতুন বোর্ড গঠন করে তৃণমূল । এরপরই চোপড়ায় বিজয় মিছিল বের করেন তৃণমূল সমর্থকেরা। বাজি ফাটিয়ে চলে উত্সব। সেই সময় বাজি ফাটানোর প্রতিবাদ করেন হরিপদ রায়। এরপরই তৃণমূল সমর্থকদের সঙ্গে তাঁর বচসা বাঁধে। শুরু হয় হাতাহাতি। হাতাহাতিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য।
পরিজনদের দাবি, মৃত হরিপদ রায় সিপিআইএম সমর্থক ছিলেন।ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম।
প্রতিবাদীর মৃত্যুর পরেই বিজয় উতসব বন্ধ করে দেয় তৃণমূল।