তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে উত্তপ্ত বাসন্তী
তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে উত্তপ্ত বাসন্তী। ব্যাপক উত্তেজনা ঢুঁড়ি বাজার এলাকায়। আহত দুপক্ষের সবমিলিয়ে প্রায় ১০ জন।
ওয়েব ডেস্ক : তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে উত্তপ্ত বাসন্তী। ব্যাপক উত্তেজনা ঢুঁড়ি বাজার এলাকায়। আহত দুপক্ষের সবমিলিয়ে প্রায় ১০ জন।
বাসন্তীর আমঝারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধানসভা ভোটের পর RSP, CPM থেকে বহু নেতা কর্মী তৃণমূলে যোগ দেন। RSP নেতা আজাদ কয়ালের নেতৃত্বেই এই দলবদল। অভিযোগ, এরপর থেকেই অশান্তি শুরু। দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায় দল। আজাদ কয়ালের লোকজন তাঁদের ওপর নানাভাবে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ পুরনো তৃণমূল কর্মীদের।
এর আগেও এমন ঘটনায় উত্তেজনা ছড়ায়। আজাদ কয়াল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে, থানায় FIR-ও হয়। মাস খানেক সব শান্ত থাকার পর, ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ধর্ষিতা কিশোরীর সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার 'উদাহরণ' পুলিসের!