তৃণমূলের বিক্ষোভে আটকে পড়ল রাজধানী, জেলায় জেলায় আন্দোলন
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যুতে তৃণমূলের আন্দোলন জেলায় জেলায়। নিউ কোচবিহার স্টেশনে তৃণমূলের বিক্ষোভ-আন্দোলনে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেস। ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
ওয়েব ডেস্ক : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যুতে তৃণমূলের আন্দোলন জেলায় জেলায়। নিউ কোচবিহার স্টেশনে তৃণমূলের বিক্ষোভ-আন্দোলনে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেস। ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
আসানসোলে মহকুমা শাসকের অফিসের সামনে ধরনা অবস্থানে বসে নর্থ ব্লক তৃণমূল কংগ্রেস। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় অবস্থান কর্মসূচি। হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভি শিবদাসন সহ জেলার প্রথম সারির নেতারা। নদিয়াতেও কল্যাণী স্টেশনে বিক্ষোভ দেখায় তৃণমূল। যদিও এটি কোনও ঘোষিত কর্মসূচি ছিল না। স্টেশনে প্রায় ঘণ্টা দুয়েক চলে আন্দোলন।
আরও পড়ুন, সাপ আতঙ্কে পুলিস লাইনে থরহরি কম্প!