আসানসোলে তৃণমূল-বিজেপি কাজিয়া

  আসানসোল উত্সবের প্রস্তুতি ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গণ্ডগোল, উত্তেজনা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপি কাউন্সিলরকে মারধরের অভিযোগ। প্রতিবাদে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ বিজেপির। তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, উত্‍সব ভণ্ডুল করার চক্রান্ত করছেন বিজেপি কাউন্সিলর বাপি হুইলার। তারই প্রতিবাদ করেন অনিমেষ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Sep 12, 2016, 09:39 AM IST
আসানসোলে তৃণমূল-বিজেপি কাজিয়া

ওয়েব ডেস্ক:  আসানসোল উত্সবের প্রস্তুতি ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গণ্ডগোল, উত্তেজনা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপি কাউন্সিলরকে মারধরের অভিযোগ। প্রতিবাদে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ বিজেপির। তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, উত্‍সব ভণ্ডুল করার চক্রান্ত করছেন বিজেপি কাউন্সিলর বাপি হুইলার। তারই প্রতিবাদ করেন অনিমেষ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন- হামলাকারীকে মেরে ফেলল রায়গঞ্জের মহিলারা

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে আসানসোল আসনটিতে বিজেপির বাবুল সুপ্রিয় জয়লাভ করার পর থেকেই, সেখানে তৃণমূলের রাজনৈতিক কর্তৃত্ব কার্যত চ্যালেঞ্জের মুখে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র যেখানে তৃণমূলের আধিপত্য প্রশ্নাতীত সেখানে আসানসোল অনেকটাই ব্যতিক্রম। এই বিষয়টিই আসানসোল উত্সবকে ঘিরে এই ধরনের আকচা-আকচির কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- আসানসোলে খুন মহিলা, গুলিবিদ্ধ স্বামী

.