স্কুলের প্রধান শিক্ষিকার হাত মুচড়ে দিল তৃণমূল কর্মী

Updated By: Nov 13, 2014, 09:39 PM IST
স্কুলের প্রধান শিক্ষিকার হাত মুচড়ে দিল তৃণমূল কর্মী

ভাঙড়ে শিক্ষিকার দিকে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন আরাবুল ইসলাম। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার বর্ধমানের জামুরিয়ায় প্রধান শিক্ষিকার হাত মুচড়ে দিলেন এক তৃণমূল কর্মী। বেনালী বনমালীপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি।

আজ স্কুলে অভিভাবকদের সঙ্গে মিটিং চলছিল শিক্ষিকাদের। আচমকা সুদীপ মণ্ডল ও আলাউদ্দিন শাহ স্কুলে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। দুজনই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এর আগে স্কুল কমিটির সদস্য ছিলেন তাঁরা। তবে নতুন কমিটিতে তাঁদের রাখা হয়নি। প্রধান শিক্ষিকা অপর্ণা সাহুর অভিযোগ, জোর করে আজকের মিটিংয়ে যোগ দিতে চাইছিলেন ওই তৃণমূল কর্মীরা। বাধা পেয়ে রণংদেহী মূর্তি ধরেন তাঁরা। ভাঙচুর করা হয় স্কুলের চেয়ার-টেবিল। বাধা দিতে গেলে হাত মুচড়ে দেওয়া হয় প্রধান শিক্ষিকার। চলে ধস্তাধস্তি। যদিও অভিযুক্ত সুদীপ মণ্ডলের দাবি, প্রধান শিক্ষিকা মিথ্যে অভিযোগ করছেন।

.