তৃণমূলের হাতে আক্রান্ত ২৪ ঘণ্টার সাংবাদিক, নিন্দায় সরব বিশিষ্টজনেরা
তৃণমূল কর্মীদের হাতে ২৪ ঘণ্টার সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় শাসকদলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন কবি শঙ্খ ঘোষ। শাসকদলের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন দলের কোনও নিয়ন্ত্রণ নেই, নাকি দলের নির্দেশেই এই বীভত্সতা? সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন থেকে বিশিষ্টজনেরা। কলকাতা প্রেস ক্লাব ও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের তরফে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়েছে।
তৃণমূল কর্মীদের হাতে ২৪ ঘণ্টার সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় শাসকদলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন কবি শঙ্খ ঘোষ। শাসকদলের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন দলের কোনও নিয়ন্ত্রণ নেই, নাকি দলের নির্দেশেই এই বীভত্সতা? সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন থেকে বিশিষ্টজনেরা। কলকাতা প্রেস ক্লাব ও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের তরফে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, আক্রান্ত বরুণ সেনগুপ্তকে কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে
নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১জন কে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খবর করতে গিয়ে আক্রান্ত ২৪ ঘণ্টার সাংবাদিক বরুন সেনগুপ্ত। তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে।গুরুতর জখম অবস্থায় তাঁকে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শাসকদলের ভূমিকার কড়া সমালোচনা করেছেন কবি শঙ্খ ঘোষ।
প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ``..দল কী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নাকি দলীয় নির্দেশেই এই বীভত্সতা? প্রশাসন সতর্ক না হলে এই নৃশংসতা রাজ্যকে মহাসঙ্কটে পৌঁছে দেবে। ``
সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন, অভিনেতা বাদশা মৈত্র, শিল্পী সমীর আইচ, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় সহ অনান্য বিশিষ্টজনেরা।
বিভিন্ন সংবাদসংস্থার তরফেও ঘটনার কড়া নিন্দা করা হয়েছে।
তীব্র নিন্দা করেছেন প্রলয় শর্মা, ফরেন এডিটর,আউটলুক। এনকে সিং, জেনারেল সেক্রেটারি, ব্রড কাস্টারস অ্যাসোসিয়েশন
দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব ও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব।