কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল এক মত্‍স্যজীবীর। মৃত মত্‍স্যজীবী সতীশ মণ্ডল গোসাবার সুন্দরবন উপকূল থানার বালিখালি গ্রামের বাসিন্দা। চারদিন আগে তিন মত্‍স্যজীবী নৌকোয় চেপে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

Updated By: Dec 24, 2014, 07:50 PM IST

ওয়েব ডেস্ক: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল এক মত্‍স্যজীবীর। মৃত মত্‍স্যজীবী সতীশ মণ্ডল গোসাবার সুন্দরবন উপকূল থানার বালিখালি গ্রামের বাসিন্দা। চারদিন আগে তিন মত্‍স্যজীবী নৌকোয় চেপে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

 মঙ্গলবার বিকেলে কাঁকড়া ধরতে তাঁরা জলে নামেন। সেই সময় পীরখালির ছ নম্বর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে সতীশের ঘাড় কামড়ে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্য দুই মত্‍স্যজীবী লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করলে সতীশকে ফেলে পালিয়ে যায় বাঘটি। ঘটনাস্থলেই সতীশের মৃত্যু হয়। আজ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। তদন্ত শুরু করেছে বন দফতর।

Tags:
.