উত্তরবঙ্গে ট্রেনের বলি ৩টি হাতি

উত্তরবঙ্গে ফের চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। আলিপুরদুয়ার ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে শনিবার সন্ধেয় এই দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছে একটি হস্তিশাবকও।

Updated By: Jan 5, 2013, 08:52 PM IST

উত্তরবঙ্গে ফের চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। আলিপুরদুয়ার ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে শনিবার সন্ধেয় এই দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছে একটি হস্তিশাবকও।
রাঁচি-গুয়াহাটি ঝাঁঝা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতি এবং দুটি হস্তিশাবকের। গত কয়েকবছরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেললাইন। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে এই রেললাইনেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৭টি হাতির। প্রাথমিকভাবে অনুমান, ট্রেনের গতি এবং কুয়াশার কারণেই এই দুর্ঘটনা।

.