টেট পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫

প্রাথমিকে টেট পরীক্ষায় প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার  করল পুলিস। বর্ধমানের মাধবডিহি থানার উচালন গ্রামের ঘটনা।  ধৃতেরা সবাই উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা।   অভিযোগ, প্রাথমিকের টেট পরীক্ষার বিজ্ঞাপন বেরোনর পরই প্রতারক দলটি উচালন গ্রামে গিয়ে ঘাটি গারে। এরপর  টেট পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তাদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। চাকরীপ্রার্থীদের ভুয়ো কাগজপত্রও দেয়। তৈরি করে ভুয়ো  ওয়েবসাইট।  ওই কাগজগুলি নিয়ে প্রাইমারী অফিসে দেখালে চাকরীপ্রার্থীরা জানতে পারেন সবই ভুয়ো। এরপরই প্রতারকরা গ্রামে গেলে তাদের আটকে রেখে পুলিসে খবর দেন প্রতারিতরা। পরে পুলিস তাদের গ্রেফতার করে।

Updated By: Aug 2, 2015, 08:39 PM IST
টেট পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫

ওয়েব ডেস্ক: প্রাথমিকে টেট পরীক্ষায় প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার  করল পুলিস। বর্ধমানের মাধবডিহি থানার উচালন গ্রামের ঘটনা।  ধৃতেরা সবাই উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা।   অভিযোগ, প্রাথমিকের টেট পরীক্ষার বিজ্ঞাপন বেরোনর পরই প্রতারক দলটি উচালন গ্রামে গিয়ে ঘাটি গারে। এরপর  টেট পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তাদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। চাকরীপ্রার্থীদের ভুয়ো কাগজপত্রও দেয়। তৈরি করে ভুয়ো  ওয়েবসাইট।  ওই কাগজগুলি নিয়ে প্রাইমারী অফিসে দেখালে চাকরীপ্রার্থীরা জানতে পারেন সবই ভুয়ো। এরপরই প্রতারকরা গ্রামে গেলে তাদের আটকে রেখে পুলিসে খবর দেন প্রতারিতরা। পরে পুলিস তাদের গ্রেফতার করে।

.