সন্ত্রাসের পুরভোট: সকালে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, বেলা বাড়তেই বন্দুক হাতে কাটোয়া দখল শাসকদলের
সকালে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর বেলা বাড়তেই শাসকদলের বন্দুকবাজরা কাটোয়ার দখল নিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বহিরাগতরা গুলি-বন্দুক নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। অধিকাংশ সাধারণ মানুষ ভয়ে বাইরে বেরোচ্ছেন না। ভোট চলছে একতরফা। সতেরো নম্বর ওয়ার্ডে পিন্টু কর্মকার নামে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। চার নম্বর ওয়ার্ডে স্বপ্না মুখার্জি এবং এক নম্বর ওয়ার্ডে প্রণতি ঘোষ নামে দুই ভোটার গুলিবিদ্ধ হয়েছেন।
ব্যুরো: সকালে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর বেলা বাড়তেই শাসকদলের বন্দুকবাজরা কাটোয়ার দখল নিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বহিরাগতরা গুলি-বন্দুক নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। অধিকাংশ সাধারণ মানুষ ভয়ে বাইরে বেরোচ্ছেন না। ভোট চলছে একতরফা। সতেরো নম্বর ওয়ার্ডে পিন্টু কর্মকার নামে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। চার নম্বর ওয়ার্ডে স্বপ্না মুখার্জি এবং এক নম্বর ওয়ার্ডে প্রণতি ঘোষ নামে দুই ভোটার গুলিবিদ্ধ হয়েছেন।
পনেরো নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় ভোটকর্মী রাকেশ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়। কাটোয়ার এক নম্বর ওয়ার্ডের আশি এবং একাশি নম্বর বুথে পুলিসের সামনেই গুলি-বোমায় বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুটি বুথই কাটোয়া থানা থেকে কুড়ি মিটারের মধ্যে। ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় চব্বিশ ঘণ্টার প্রতিনিধিকে। কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ চ্যাটার্জির ছ-নম্বর ওয়ার্ড বাদ দিলে কাটোয়া পুরসভার বাকি উনিশটি ওয়ার্ডই তৃণমূলের দখলে চলে গেছে বলে বিরোধীদের অভিযোগ। নেই কেন্দ্রীয় বাহিনী। নিষ্ক্রিয় পুলিস।