চতুর্থ দফাতেও দিনভর চলল হিংসা

রাজনৈতিক হিংসায় আগের তিন দফা নির্বাচনকে ছাপিয়ে গেল চতুর্থ দফার পঞ্চায়েত ভোট। ৪ জেলায় প্রাণ হারালেন ৮ জন। বীরভূমের ময়ূরেশ্বরে ৩ সিপিআইএম কর্মী নিহত হয়েছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। মুর্শিদাবাদেও মারা গিয়েছেন ৩ জন। মালদায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। নদিয়ায় বোমার আঘাতে খুন হন এক সিপিআইএম কর্মী।

Updated By: Jul 22, 2013, 10:04 PM IST

রাজনৈতিক হিংসায় আগের তিন দফা নির্বাচনকে ছাপিয়ে গেল চতুর্থ দফার পঞ্চায়েত ভোট। ৪ জেলায় প্রাণ হারালেন ৮ জন। বীরভূমের ময়ূরেশ্বরে ৩ সিপিআইএম কর্মী নিহত হয়েছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। মুর্শিদাবাদেও মারা গিয়েছেন ৩ জন। মালদায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। নদিয়ায় বোমার আঘাতে খুন হন এক সিপিআইএম কর্মী। কিছুক্ষণ পর রাজু শেখ নামে আরেক সিপিআইএম কর্মীর ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। তিনজনের দেহেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। রবিবার রাতে এলাকায় বোমাবাজি করে বহিরাগত দুষ্কৃতীরা। তখনই তিন সিপিআইএম কর্মী আহত হন বলে মনে করা হচ্ছে।
 
মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাজুসাহা দিঘিপাড়ায়  বোমার আঘাতে মৃত্যু হল নূরজাহান বিবি নামে এক মহিলা ভোটারের। ঘটনার জন্য কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদেরই রানিনগরে বোমা বাঁধতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। মাঠের মধ্যে থেকে দেহদুটি উদ্ধার করে পুলিস। মালদার রতুয়ায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারালেন আব্দুল মান্নান নামে এক ভোটার। তিনি কংগ্রেস সমর্থক বলে এলাকায় পরিচিত। অভিযোগ, ভোটের লাইনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন কংগ্রেস কর্মীরা। বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কংগ্রেস কর্মীরা তাঁদের ওপর চড়াও হলে জওয়ানরা গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল মান্নান।
নদিয়ার মায়াপুরে ভোট শুরুর আগেই ভোর পাঁচটা নাগাদ বোমার আঘাতে মৃত্যু হয় সিপিআইএম কর্মী খবিরুদ্দিন শেখের। রবিবার রাতেও তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও, স্থানীয় তৃণমূল নেতারা তা মানতে চাননি। রাজনৈতিক হিংসায় চার জেলার বিভিন্ন জায়গায় অনেকে আহত হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।  

.