উচ্ছ্বাসের আড়ালে সংশয়ও

কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করায় উচ্ছ্বাসে মাতলেন সিঙ্গুরবাসী। বুধবার সকাল থেকেই আশা ও আশঙ্কার দোলাচলে ছিল সিঙ্গুর। সকাল থেকেই উত্সুক চোখ ছিলখবরের কাগজ আর টেলিভিশনের সামনে। সিঙ্গুর মামলার রায় বেরোনোর পরেই আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

Updated By: Sep 28, 2011, 04:27 PM IST

কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করায় উচ্ছ্বাসে মাতলেন সিঙ্গুরবাসী। বুধবার সকাল থেকেই আশা ও আশঙ্কার দোলাচলে ছিল সিঙ্গুর। সকাল থেকেই উত্সুক চোখ ছিলখবরের কাগজ আর টেলিভিশনের সামনে। সিঙ্গুর মামলার রায় বেরোনোর পরেই আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বেরাবেরি , খাসের ভেড়ি এলাকায় আবির খেলা শুরু করেন স্থানীয় মহিলারা।
সিঙ্গুর আইনকে বৈধ এবং সাংবিধানিক ঘোষণা করায় স্বস্তি ফিরেছে সিঙ্গুরে।

তবে এই উচ্ছ্বাসের মধ্যেও বড় একটা সংশয় রয়ে গেছে । কবে জমি ফেরত পাবেন? কবে নিজেদের জমিতে শুরু করতে পারবেন
চাষবাস? এই আশঙ্কা কিন্তু থেকেই গিয়েছে কৃষকদের মধ্যে। কারণ এখনও দলিল বা কোনও কাগজপত্র হাতে পাননি কেউই। এছাড়াও আজসিঙ্গুর মামলার রায় দেওয়ার পর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এই রায় দোসরা নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। ফলে আগামী এক মাস জমি ফেরত পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

.