ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা: হাওড়ার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক শিক্ষিকা
হাওড়ার এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক শিক্ষিকা। শিক্ষক বর্তমানে বরানগরের বাসিন্দা। বরানগর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিস গ্রেফতারও করে শিক্ষককে। নিগৃহীতার অভিযোগ, তারপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ফোন আসছে তার কাছে। হাওড়ার জগাছা থানায় এবিষয়ে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি।ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় প্রধান শিক্ষক। কর্মসূত্রেই ওই শিক্ষকের সঙ্গে আলাপ হয় হাওড়ার এক স্কুল শিক্ষিকার। তৈরি হয় ঘনিষ্টতা। শিক্ষিকার অভিযোগ, আপত্তিকর কিছু ছবি তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে হাওড়ারই একটি স্কুলে কর্মরত প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ মুখার্জি।
হাওড়ার এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক শিক্ষিকা। শিক্ষক বর্তমানে বরানগরের বাসিন্দা। বরানগর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিস গ্রেফতারও করে শিক্ষককে। নিগৃহীতার অভিযোগ, তারপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ফোন আসছে তার কাছে। হাওড়ার জগাছা থানায় এবিষয়ে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি।ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় প্রধান শিক্ষক। কর্মসূত্রেই ওই শিক্ষকের সঙ্গে আলাপ হয় হাওড়ার এক স্কুল শিক্ষিকার। তৈরি হয় ঘনিষ্টতা। শিক্ষিকার অভিযোগ, আপত্তিকর কিছু ছবি তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে হাওড়ারই একটি স্কুলে কর্মরত প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ মুখার্জি।
আগে হাওড়ায় থাকলেও বর্তমানে ওই শিক্ষক উত্তর কলকাতার বরানগরের বাসিন্দা। বছর খানেক ধরেই ওই শিক্ষক শারীরিক ও মানিসক অত্যাচার সহ্য করে শেষমেষে বরানগর থানায় ওই শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। গ্রেফতারও হন শঙ্কর প্রসাদ মুখার্জি। কিন্তু তারপর থেকেই শিক্ষকের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য উড়ো ফোনে প্রাণনাশের হুমকি আসছে বলে অভিযোগ জানিয়েছেন নিগৃহীতা।
উড়ো ফোনে হুমকির কথা জানিয়ে হাওড়া জগাছা থানায় অবিযোগ দায়ের করেছেন শিক্ষিকা। কিন্তু তাতেও হুমকি আসা বন্ধ হয়নি।